দিনাজপুরসারাবাংলা

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

জনপদ ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাংলাদেশ সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে দেশের বাজারে ইতোমধ্যে কমতে শুরু করেছে দাম। বর্তমানে খুচরা বাজারে ২০ টাকা কেজি প্রতি কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে।

উপ-সহকারী ইউসুফ আলী বলেন, ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানির খবরে এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের পাঁচজন আমদানিকারক প্রতিষ্ঠান ১ হাজার ৯০০ মেট্রিকটন কাঁচা মরিচ এবং ১ জন আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্য এলসি করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় কাঁচামরিচ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশে করে। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button