ঢাকাশরীয়তপুরসারাবাংলা

মাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে বাবার মামলা

জনপদ ডেস্কঃ বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবা। গতকাল বুধবার (২১ জুন) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের কুশিয়া গ্রামে মা নারগিস বেগমকে কুপিয়ে হত্যা করেন ছেলে মেহেদী হাসান জাহিদ মাঝি (২৫)।

জানা যায়, এ ঘটনার পর স্থানীয় জনতা মেহেদী হাসান জাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছেলের হাতে মা খুনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ জাহিদকে থানায় নিয়ে নিয়ে যায়।

স্ত্রী নারগিস বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ এনে নড়িয়া থানায় মামলা করেছেন নিহত নারগিসের স্বামী ও মেহেদী হাসান জাহিদ মাঝির বাবা সেলিম মাঝি। মামলায় শুধুমাত্র মেহেদী হাসান জাহিদ মাঝিকে আসামি করা হয়েছে।

নিহত নার্গিস বেগমের স্বামী সেলিম মাঝি বলেন, আমার দেখা আমার স্ত্রী একজন শ্রেষ্ঠ নারী ছিলেন। সব সময় পর্দা করতেন। ইসলামের পথে চলতেন। এভাবে স্ত্রীকে হারাবো ভাবতে পারিনি। গতকাল রাতেই জাহিদের নামে মামলা করেছি। আমি আর কিছু বলতে পারবো না, যা জানার থানায় গিয়ে জানেন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছেলের হাতে মা খুনের ঘটনায় ছেলেটির বাবা সেলিম মাঝি বাদী হয়ে মামলা করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছেলে মেহেদী হাসান জাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। মরেদহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button