দিনাজপুররংপুরসারাবাংলা

হিলি বন্দরে পেঁয়াজের কেজি ৩০ টাকা

জনপদ ডেস্কঃ ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমে গেছে পেঁয়াজের দাম। কেজিতে কমেছে ৬ টাকা। প্রকার ভেদে ৩৬ টাকার পাইকারি পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে জানা যায়, তিন দিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৬ টাকা। ৩৬ টাকার পাইকারি পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৪ টাকা কেজি দরে। যা গত তিনদিন আগেও খুচরা বাজার দাম ছিলো ৪০ টাকা কেজি।

আমদানি আরও বৃদ্ধি পেলে দাম আরও কমে যাবে বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম হঠাৎ কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের।

বাজারে পেঁয়াজ কিনতে আসা ভ্যানচালক মতিয়ার রহমান বলেন, বর্তমান যে তীব্র গরম, কাজকাম তেমন হচ্ছে না। বাহিরে থাকা সম্ভব হয় না। তবে কদিন আগে পেঁয়াজের কেজি ৯০ টাকা ছিলো। আজ পাইকারি বাজারে তা মাত্র ৩০ টাকা কেজি দরে নিলাম, অনেক উপকার হলো।

ক্রেতা ফজলুর রহমান বলেন, আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ। ঈদে প্রচুর পেঁয়াজের প্রয়োজন হয়। তবে বর্তমান ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়াতে বাজারে দামটা অনেক কমের দিকে। আশা করছি ঈদে তেমন কোন সমস্যা হবে না।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, গত দুই দিন আগে আমরা ৩৬ থেকে ৩৮ টাকা কেজি পাইকারি কিনে তা ৪০ থেকে ৪২ টাকা খুচরা বিক্রি করেছি। বর্তমান ৩০ টাকা পাইকারি কিনে তা ৩৪ টাকা খুচরা বিক্রি করেছি।

হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর থেকে বর্তমান আমদানি আরও বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দামও কমে যাচ্ছে। আমরা আমদানিকারকদের নিকট থেকে ২৮ টাকা কেজি ক্রয় করে তা ৩০ টাকা পাইকারি দিচ্ছি। আশা করছি ঈদের আগে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button