নীলফামারীসারাবাংলা

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

জনপদ ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলায় মেঘনা রানী (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী নির্মল চন্দ্র রায়কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্মল চন্দ্র রায় আঠিয়াবাড়ি মাস্টারপাড়া এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে।

এর আগে, একইদিন সকাল ৭টার দিকে পারিবারিক কলহের জেরে মেঘনা রানীকে শ্বাসরোধ করে হত্যা করেন নির্মল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের মেয়ে মেঘনার সঙ্গে নির্মলের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। আজ সকাল ৭টার দিকে তাদের আবারো ঝগড়া হয়। এসময় নির্মল মেঘনার গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে মেঘনার মৃত্যু হয়। পরে নির্মল পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে হরিণচড়া ইউনিয়নে বুড়িরহাট থেকে নির্মলকে গ্রেপ্তার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর হয়েছে। মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button