খুলনাটপ স্টোরিজনির্বাচন

খুলনা সিটি নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি

 জনপদ ডেস্ক: খুলনা সিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি। সোমবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা ভোট দিচ্ছেন। তবে অনেক ক্ষেত্রে ইভিএমে ভোট প্রদানের অভিজ্ঞতা না থাকায় বিলম্ব হচ্ছে।

নগরীর ১৯নং ওয়ার্ডে ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘলাইন দেখা গেছে। এছাড়া গোবরচাকা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ভোট কেন্দ্রের চারপাশে পোস্টার, ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ভোটকক্ষের বাইরে লাইনে দাঁড়ানো ভোটার মনোয়ারা বেগম জানান, ভোট দিতে তুলনামূলক বেশি সময় লাগছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গরমের মধ্যে ভোগান্তিতে পড়েছে অনেকে। আরেক নারী ভোটার ফিরোজা বেগম বলেন, বাড়িতে সাংসারিক কাজ আছে। দুপুরের দিকে গরমও বেশি থাকে। এ কারণে সকাল সকাল ভোট দিতে এসেছি।

নগরীর শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মামুনুর রশিদ বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যে সকলে ভোট প্রদান করছেন। সকল প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে উপস্থিত আছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।

উল্লেখ্য, খুলনা সিটিতে এবার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন নারী ভোটার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button