আন্তর্জাতিক

কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা

জনপদ ডেস্ক: ইউক্রেনে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত ৩ জন। কিয়েভের পূর্বে ডেসনিয়ানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্লিনিকসহ বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এতে আহত হয়েছে আরও ১৪ জন। ইউক্রেনের দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনকে আরও ৩ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে রাশিয়ার ভেতরে হামলায় ওইসব অস্ত্র ব্যবহারে সতর্ক করেছে ওয়াশিংটন।অন্যদিকে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার অ্যামোনিয়া রপ্তানিতে মস্কো, কিয়েভ ও আঙ্কারাকে একযোগে কাজ করার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button