অপরাধসারাবাংলা

রাজবাড়ীতে ৪০টি ‘হারানো’ মোবাইল উদ্ধার

জনপদ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থান থেকে রাজবাড়ীর বাসিন্দাদের হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

পুলিশ সুপার বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর ব্যাপারে জিডি হয়। সেই জিডির সূত্র ধরে নিয়মিত কাজ করে পুলিশ। জিডির সূত্র ধরে সাইবার ক্রাইম মিনিটরিং সেল উক্ত ফোনগুলো উদ্ধার করে। প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে পেলে আমরা আনন্দিত।

হারানো ফোন হাতে পেয়ে ফোনের প্রকৃতি মালিকেরা বলেন, আমাদের অনেক ভালো লাগছে। ফোনগুলো ফিরে পাবো আমাদের প্রত্যাশা ছিলো। রাজবাড়ীর পুলিশ ফোন উদ্ধারের ব্যাপারে খুব পারদর্শী। আমাদের ফোন উদ্ধার করে সেটি তারা প্রমাণ করেছেন।

ফোন হস্তান্তরের সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button