রাজশাহীসারাবাংলা

জান্তা বলছে ১৪৫, মোখায় মিয়ানমারে প্রকৃত মৃতের সংখ্যা কত?

জনপদ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে অন্তত ১৪৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার।

তারা জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখায় নিহতদের অধিকাংশই নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।

প্রথমদিকে সামরিক শাসকরা জানিয়েছিল মোখায় মৃতের সংখ্যা ২১। তবে স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছিল ৪০।

জাতিসংঘের হিসেব মতে, মোখায় মিয়ানমারে আট লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিতে রাখাইন রাজ্যে আঘাত হানে।

এক বিবৃতিতে মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ে সবমিলিয়ে স্থানীয় ১৪৫ বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৪ জন ছাড়া বাকি সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ।

যদিও রোহিঙ্গা মানবাধিকার কর্মীদের মতে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি। একজন দাবি করেছেন, শুধু রাজধানী সিত্তেতেই চার শতাধিক মানুষের প্রাণ কেড়েছে মোখা। তবে এই দাবি অস্বীকার করেছে মিয়ানমারের সামরিক প্রশাসন।

সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button