রাজশাহীরাজশাহী মহানগরসারাবাংলা

রিক্সার সাথে অক্সিজেন সিলিন্ডার লাগানো সেই চালক এখন মেডিকেলে ভর্তি

জাহিদ হাসান সাব্বির: রাজশাহী নগরীর কলাবাগান এলাকার বাসিন্দা মাইনুজ্জামান সেন্টু। এক সময়ে ছিলেন হোটেল (খাবার) ব্যবসায়ী। ভাগ্যের নিরর্মম পরিহাসে তিনি এখন রিক্সাচালক।

পাঁচ বছর যাবত রিক্সা চালিয়ে জীবন চলছে তার। গত দেড়-দুই মাস যাবত প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন ছাড়া চলেই না তার। অনেকটা বাধ্য হয়ে নিজে ও স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার তাগিদে অক্সিজেনের নল নাকে লাগিয়ে রিক্সার সাথে অক্সিজেনের সিলিন্ডার সহ বর্ণিল রাজশাহী নগরীর রাস্তায় বিবর্ণ জীবন নিয়ে নেমে পড়েছেন তিনি।

তবে ফল মোটেও ভালো হয়নি। গত ২ সপ্তাহ যাবত আবার রামেকের হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এখন সেখানেই আছেন। একটু ভালোভাবে ঝামেলামুক্ত হয়ে বাঁচতে হলে তার লাগবে কনটেনটারোর নামের একটি অক্সিজেন তৈরির একটি মাস্কের মতো মেশিন। যার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা।

যেখানে জীবন বাঁচাতেই দম বেরিয়ে যাচ্ছে তাদের, সেখানে এতো টাকা দিয়ে মেশিন কেনা দুসাধ্য ব্যাপার তাদের কাছে। তাই তারা চাইছেন কোন হৃদয়বান ব্যক্তির সহায়তা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button