জাতীয়

মোখা : সেবা নিতে ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ

জনপদ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত সেবা নিতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। ‘মোখা’ সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আবহাওয়ার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button