রাজশাহীসারাবাংলা

রাবিতে ভর্তির আবেদনের শেষ দিন আজ

জনপদ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় শেষ হবে মঙ্গলবার (২ মে) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে। এখন পর্যন্ত সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৩০০টি।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. মো. খাদিমুল ইসলাম মোল্লা বলেন, আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মনোনীত শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন। গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আবেদন জমা হওয়ার বিষয়ে তিনি বলেন, আজ দুপুর ২টা পর্যন্ত সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৩০০টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭০ হাজার ৫০০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৪০০টি ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৭৫ হাজার ৪০০টি।

প্রতি ইউনিটে ৭২ হাজার আবেদনের সুযোগ থাকলেও ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ৭৫ হাজার। এ বিষয়ে তিনি বলেন, কোটাসহ আবেদন পড়েছে ৭৫ হাজার। যেহেতু আমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কোটা ছাড়াই সর্বমোট ৭২ হাজার আবেদন করতে পারবে। তাই কোটাসহ এই সংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত, চূড়ান্ত আবেদন শেষে ২৯ মে ‘সি’ ইউনিট, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button