আন্তর্জাতিক

চীনের পর এবার মহড়ায় যুক্তরাষ্ট্র-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানকে কেন্দ্র করে চীনের তিনদিনব্যাপী মহড়ার পর এবার বড় ধরনের সামরিক মহড়ায় নেমেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইয়ং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফর ঘিরে স্বায়ত্তশাসিত অঞ্চলটি ঘিরে ফেলে মহড়া করে চীন। সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেছেন, দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে চীন। যদিও এই ঘটনায় চীনকে শান্ত থাকতে বলেছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের এই মহড়া পূর্ব নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের পতাকাবাহী দুই দেশের সবচেয়ে বড় মহড়া।

ফেব্রুয়ারিতে ফিলিপাইনের একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ অধিকার পায় যুক্তরাষ্ট্র। এরপর দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্পার্টলি দ্বীপে ইউএসএস মিলিয়াস যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। ফিলিপািইনের ওই এক্সক্লুসিভ ইকোনোমিক জোনকে নিজেদের এলাকা বলে করে বেইজিং।

সোমবার যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের সামরিক সহায়তার বিষয়ে সতর্ক করেছে চীন। বেইজিং বলেছে, বিতর্কিত ওই জলসীমায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত হবে না।

সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button