জাতীয়

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না

জনপদ ডেস্কঃ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে। আমাদের দেশে খাদ্যের কোন সংকট নেই। তাই রমজানে দ্রব্যমূল্য বাড়বে না। তারপরও যদি কোন অসাধু ব্যবসায়ী খাদ্য দ্রব্যের মূল্য বাড়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুরে ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো (ডিজিটাল পল্লী) মেলার উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, রমজান সংযমের মাস, এই মাসে সংযম থাকা জরুরি। রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এ বছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য মজুদ রয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। আমরা এক কোটি পরিবারে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্য বিতরণ করেছি। গ্রাম অঞ্চলে ছোলা ও শহরে খেজুর দিচ্ছি।

মন্ত্রী বলেন, আমরা সব কিছু হাতের মুঠোয় আনার লক্ষ্যে ডিজিটাল পল্লী মেলার আয়োজন করেছি। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা অনেক সতর্কতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের ভিশন ২০৪১ সালে দেশ স্মার্ট বাংলাদেশ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত ও শিক্ষিত। আমরা ভাগ্যবান শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি। গত ১৪ বছর ধরে তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি, ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button