আইন ও আদালতসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বাদশা (৩৮) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো: রবিউল ইসলাম রায় ঘোষণা করেন।

বাদশা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ঝাঁটু মন্ডলের টোলা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পি.পি) মো:রবিউল ইসলাম বলেন,২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদশার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন জব্দ করে। এ ঘটনায় ওইদিন ৩ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ ।

মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান ২০১৯ সালের ২৮ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত সোমবার বাদশাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। অপর আসামীকে খালাস দেয়া হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button