খেলাধুলা

বাংলাদেশ অ্যামেচার গলফে মেয়েদের এককে চ্যাম্পিয়ন বাংলাদেশের সোনিয়া

জনপদ ডেস্কঃ ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়ন-২০২৩ মেয়েদের এককে চ্যাম্পিয়ন বাংলাদেশের সোনিয়া আক্তার। এদিকে ছেলেদের এককে চ্যাম্পিয়ন্স হয়েছেন অস্ট্রেলিয়ার আরব ডি শাহ।

গত শনিবার (১১ মার্চ) কুর্মিটোলা গলফ ক্লাবের বেঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয় অ্যামেচার গলফ চ্যাম্পিয়ন-২০২৩। মেয়েদের একক ইভেন্টে দুই রাউন্ডে বাংলাদেশের সোনিয়া আক্তার ১৫২ (৮ ওভার পার) শট খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। পাকিস্তানের সানিয়া ওসামা ১৫৬ (১২ ওভার পার) শট খেলে রানারআপ হয়েছেন। তৃতীয় হয়েছেন বাংলাদেশের গলফার নাসিমা আক্তার।

এদিকে ছেলেদের একক ইভেন্টে চার রাউন্ডে আরব ডি শাহ ২৮৪ (৪ আন্ডার পার) শট খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। ২৮৬ (২ আন্ডার পার) শট খেলে রানারআপ হয়েছেন নেপালের সুবাস তামাং। তৃতীয় হয়েছেন বাংলাদেশে শফিকুল ইসলাম। তিনি খেলেছেন ২৯০ (২ ওভার পার) শট।

এছাড়াও ছেলেদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল ও মেয়েদের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ (মেয়ে)। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button