বিনোদন

কুকুর হত্যার বিচার চেয়ে থানায় শ্রীলেখা

জনপদ ডেস্কঃ কুকুর হত্যার বিচার চেয়ে থানায় হাজির হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা। পোষা কুকুরের জন্য নয়, এক আবাসনে একাধিক কুকুর হত্যার ঘটনায় সোচ্চার হয়েছেন।

কয়েকদিন আগের ঘটনা, দক্ষিণ কলকাতার একটি আবাসনে একসঙ্গে একাধিক কুকুরের মৃত্যু হয়। ওদের মেরে ফেলা হয় বলেই অভিযোগ। ঘটনার বিষয়টি নজরে আসতেই রেগে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র। তখনই কুকুরগুলোকে খুনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সেই মতোই রবিবার সকাল সকাল হরিদেবপুর থানার দ্বারস্থ হলেন শ্রীলেখা।

তবে শ্রীলেখা মিত্র একা নন, এদিন তাঁরসঙ্গে হরিদেবপুর থানায় যান অভিনেতা তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্তসহ ওই আবাসনের বেশকিছু বাসিন্দা। গত ২ মার্চ দক্ষিণ কলকাতার ওই আবাসনে ৫টি কুকুরের মৃত্যু হয়, ময়নাতদন্তে দেখা যায়, কুকুরগুলোর খাবারে বিষ মেশানো হয়েছিল। আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দোষীদের আটকের দাবিতে পুলিসের দ্বারস্থ হলেন শ্রীলেখা, তথাগত এবং দেবলীনা। অভিযোগ আবাসন কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ দিতে নারাজ। তবে আবাসন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগরে দিয়ে শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, ‘পাপ বাপকেও ছাড়ে না মনে রাখবেন জেনেক্স ভ্যালি’। গর্জে উঠে তিনি লিখেছেন, ‘কুকুর খুনিরা সাবধান পাপ বাপকেও ছাড়ে না আর আমরা তো তোমাদের ছাড়বই না।’

প্রসঙ্গত, কুকুরের প্রতি শ্রীলেখা মিত্রের ভালোবাসার কথা সবারই জানান। বেশকিছুদিন আগে একটি রাস্তার কুকুরকে দত্তক নেওয়ার আরজি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা। বলেছিলেন, যে তাকে দত্তক নেবেন, তিনি তার সঙ্গে কফি ডেটে যাবেন, কুকুরটিকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক ভাভসার নামে এক ব্যক্তি। শ্রীলেখাও কথা রেখেছিলেন। তবে ওই কুকুরটিরও মৃত্যু হয়েছে। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলেখা। বলেছেন, ‘বাচ্চাটাকে রাখতে পারলে না, নিয়েছিলে কোন স্পর্ধায়, আমার সঙ্গে ডেটের লোভে, যে কারণে শ্রীলেখা নিজের মানুষকে বিশ্বাস করার মতো বোকামিই দায়ী করছেন।’

তবে এবার শুধু  বাস্তবের মাটিতে নয়, পর্দাতেও তিনি কুকুরদের জন্য লড়বেন অভিনেত্রী শ্রীলেখা। তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি পারিয়াতে দেখা যাবে শ্রীলেখাকে। সেই ছবিতে তার সঙ্গী বিক্রম চট্টোপাধ্যায় এবং অঙ্গনা রায়। সেখানে উঠে আসবে পথ কুকুরদের কথা, তাদের উপর হওয়া অত্যাচারের গল্প।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button