আবহাওয়াসারাবাংলা

দুর্যোগ মৌসুম সামনে রেখে সিপিপির দিনব্যাপী কর্মশালা

জনপদ ডেস্কঃ বরগুনায় ঘূর্ণিঝড় কর্মসূচির (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৫ মার্চ) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলনে কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ।

সিপিপির বরগুনার উপপরিচালক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় ৯০ জন টিম লিডার অংশগ্রহণ করেন। কর্মশালায় দুর্যোগের আগাম বার্তা প্রচার ও দুর্যোগ-পরবর্তী উদ্ধার অভিযানের বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে সিপিপির বরগুনার উপপরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘আর কিছুদিন পরই দুর্যোগের মৌসুম শুরু হবে। দুর্যোগে উপকূলবাসীকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিপিপির সদস্যরা। সিপিপির টিম লিডারদের দিকনির্দেশনা দেয়ার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ বলেন, ‘দুর্যোগ মৌসুম সামনে রেখে সিপিপির টিম লিডারদের দিকনির্দেশনা দেয়ার জন্য কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের আগে ও পরে সিপিপির সদস্যরা যাতে সমন্বিতভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে কর্মশালায়।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button