আন্তর্জাতিক

ফের তিস্তায় পানি প্রত্যাহার করতে চলেছে ভারত

জনপদ ডেস্কঃ দুটি নতুন ক্যানেলের মাধ্যমে তিস্তায় আবারও পানি প্রত্যাহার করতে চলেছে ভারত। শনিবার (৪ মার্চ) পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে খাল দুটি খননকাজ শুরু করেছে দেশটি। স্থানীয় কৃষিকাজে সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

এজন্য (৪ মার্চ) প্রায় ১ হাজার একর জমি অধিগ্রহণ করে রাজ্যটির সেচ বিভাগ। ফলে কোচবিহার ও জলপাইগুড়ির লক্ষাধিক হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

তিস্তায় পানি স্বল্পতার দাবিতে সরব রয়েছে মমতা সরকার। তাতে আবারও বিশ বাও পানিতে পড়তে চলেছে বাংলাদেশ সরকারের চুক্তি। দেশের উত্তরাঞ্চলে পানি সংকট নিরসনে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিস্তার পানি দাবি করে আসছে দেশটি।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে এই চুক্তি বাস্তবায়নের কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সফরসঙ্গী না হওয়া এবং রাজ্যের স্বার্থ দেখিয়ে সরে আসার কারণেই তা বাস্তবের মুখ দেখেনি।

জলপাইগুড়ি জেলা প্রশাসকের দপ্তরে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে প্রায় ১ হাজার একর জমি সেচ দপ্তরকে হস্তান্তর করা হয়। এই জমি তিস্তার বাম তীরে দুটি খাল তৈরি করতে প্রশাসনকে সহায়তা করবে।

তবে কেবল তিস্তা নয়, ভুটান হয়ে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত জলঢাকা নদীর পানিও সেচের কাজে প্রত্যাহার করবে ভারত বলে জানা গেছে।

সেচ দপ্তর জানায়, তিস্তা ও জলঢাকার পানি সরবরাহ করতে গজলডোবা ব্যারেজ থেকে কোচবিহারের চ্যাংরাবান্ধা পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করা হবে। ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের আরেকটি খাল তিস্তার বাম তীরে নির্মিত হবে। প্রশাসন সূত্রে খবর, খালগুলো খনন করা হলে সেখানকার প্রায় এক লাখ কৃষক এই সেচের সুবিধা পাবেন বলে মনে করছে সেচ দপ্তর।

উত্তরবঙ্গের ৯.২২ লাখ হেক্টর কৃষিজমিতে সেচের সুবিধা দেয়ার জন্য ১৯৭৫ সালে তিস্তা ব্যারেজ প্রকল্প চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল, খালের মাধ্যমে তিস্তার উভয় পাড়েই সেচের জন্য এই নদীর পানি পাঠানোর। ওই অঞ্চলে প্রবাহমান অন্য নদীর পানিও যাতে সেচকাজে ব্যবহার করা যায়, সেই লক্ষ্যও ছিল।

যদিও কয়েক দশক ধরেই ক্ষতির মুখে পড়েছে প্রকল্পটি। মাত্র ১.০৪ লাখ হেক্টর কৃষিজমিতে সেচের কাজে ব্যবহৃত হচ্ছে এই পানি।

এ বিষয়ে এদিন সেচমন্ত্রী ভৌমিক বলেন, খাল খননের জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসন আমাদের ১ হাজার একর জায়গা হস্তান্তর করেছে। ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার একে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করে। তবে এজন্য প্রয়োজনীয় তহবিল প্রদান করেনি। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থ না পেলেও পর্যায়ক্রমে আমরা এ প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করব।

এসময় বিজেপিকে নিশানা করে তিনি বলেন, উত্তরবঙ্গের বিজেপির যে বিধায়করা আছেন, তারা নিজের এলাকার মানুষদের যদি বাঁচাতে চান, তাহলে কেন্দ্রের অনুদান আনুন। আপনাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আপনার দায়বদ্ধতা আছে।

সেচ দপ্তর সূত্রের খবর, জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকে তিস্তার আরেকটি খালেরও সংস্কার কাজ করা হবে। সেটি ফের সম্পূর্ণ চালু হলে ৩২ হাজার কৃষিজমিতে সেচের কাজের সুবিধা পাওয়া যাবে।

নাম না জানানোর শর্তে ওই অধ্যাপক জানান, তার সরকার এখন যেহেতু সেচ প্রকল্পে সম্প্রসারণের চিন্তাভাবনা নিয়েছে, স্বভাবতই এই ঘটনায় স্পষ্ট; তিস্তা থেকে আরও বেশি পানি নতুন খালের মাধ্যমে প্রবাহিত হবে। এর অর্থ গ্রীষ্ম মৌসুমে তিস্তা থেকে বাংলাদেশে আরো কম পানি প্রবাহিত হবে।

সূত্রে খবর, গ্রীষ্মকালে এই তিস্তায় পানি থাকে ১০০ কিউমেকস (কিউবিক মিটার প্রতি সেকেন্ড)। সেখানে ভারত ও বাংলাদেশ উভয় দেশের কৃষিজমিতে শেষ কাজের জন্য প্রয়োজন হয় ১৬০০ কিউমেকস পানি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button