রাজনীতি

জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় যাবে আওয়ামী লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

জনপদ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ কখনোই বিশ্বাস করে না যে তারা ষড়যন্ত্রের মাধ্যমে, পেশীশক্তির মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ সবসময়ই চিন্তা করে যে, জনগণই তার শক্তি। জনগণ ভোট দিলে আবারও তারা ক্ষমতায় যাবে।’

শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক।

এসময় সেখানে যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সামনে নির্বাচন আসছে, আমরা সবার জন্য রাজনৈতিক অঙ্গন মুক্ত করে দিয়েছি। যে যেভাবে পারছে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, আমরা বাঁধা দিচ্ছি না’।

তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগও বিশ্বাস করে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবারও নতুন সরকার নির্বাচিত হবে।’ মন্ত্রী বলেন, ‘নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সারাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। কারণ, তারা আর অন্ধকারের দিকে যেতে চায় না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়। আলোকিত বাংলাদেশের নাগরিক হতে চায়। আমরাও ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো, স্বনির্ভর, উন্নত ও স্মার্ট বাংলাদেশ দিয়ে যেতে চাই। যাতে তারা মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, যেখানেই যাই মাথা উঁচু করে চলি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়কে সর্বাধিক সুবিধা সংবলিত ভবনে রূপান্তর করা হবে। ইতোমধ্যে ১০১টি থানার ভবন নির্মাণ শেষ হয়েছে। আরও ৫০টি থানার ভবন নির্মাণ প্রক্রিয়াধীন। যশোরসহ ৯টি জেলার পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ সম্পন্ন হয়েছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button