চুয়াডাঙ্গাসারাবাংলা

চুয়াডাঙ্গার প্রাণিসম্পদ মেলায় মরুর দুম্বা!

জনপদ ডেস্কঃ চুয়াডাঙ্গায় শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। মেলায় খামারিরা মরুর দুম্বাসহ দেশি-বিদেশি পশু-পাখি নিয়ে আসেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রাণিসম্পাদ দফতরের আয়োজনে ‘স্মার্ট লাইভস্টক স্মাট বাংলাদেশ’ এ স্লোগানে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ মেলা শুরু হয়।

এ ছাড়াও মেলায় ওষুধ ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে আলোচনাসভাও অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার খামারিরা প্রাণিসম্পদ মেলায় তাদের মরুর দুম্বা, গরু-ছাগল, পাখি, মুরগি, ভেড়া, ওষুধ, যন্ত্রপাতিসহ দেশি-বিদেশি পশু-পাখি প্রদর্শন করেন। মেলায় ৪৫টি স্টল রয়েছে। দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিহির কান্তি বিশ্বাস।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button