জাতীয়রাজনীতি

সোহরাওয়ার্দীতে যুবলীগের সমাবেশে নেতা-কর্মীর ভিড়

জনপদ ডেস্ক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে সংগঠনের নেতাকর্মীদের পদচারণার মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। মাঠে হাজারো নেতাকর্মীর ভিড় দেখা গেছে।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলের দিতে এগিয়ে যাচ্ছেন।

সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, দোয়েল চত্বর, ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় নেতা-কর্মীদের ভিড় রয়েছে।

বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

সংবাদদাতারা জানিয়েছেন, সমাবেশ এলাকায় আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী এরই মধ্যে উপস্থিত হয়েছেন।

সমাবেশে প্রথম দিকে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। দুপুরের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

আওয়ামী যুবলীগ তাদের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করেছে।

তবে নেতাদের পক্ষ থেকে এমন ধারণা দেয়া হয়েছে যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগীয় শহরে যেসব সমাবেশ করছে, তারই পাল্টা জবাব হিসেব তারা বিপুল মানুষের সমাবেশ ঘটাতে চান। আওয়ামী লীগের নেতারা এই বার্তাও দিতে চান যে তারা রাজপথে সক্রিয় রয়েছেন।

তাদের দাবি, তারা যদি মাঠে তাদের অবস্থান ধরে রাখেন তাহলে বিএনপি মাঠে দাঁড়ানোর সুযোগ পাবে না।

পাঁচটি প্রবেশ পথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন যুবলীগ নেতাকর্মীরা। জুমার নামাজের পরপরই আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতা সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে জানা গেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশে যোগ দেবেন।

সমাবেশস্থলে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। যুবলীগের এই সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার, বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সূত্র : বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button