Breaking Newsজাতীয়টপ স্টোরিজশিক্ষা

এইচএসসি পরীক্ষায় বিতর্কিত প্রশ্নপত্র প্রস্তুতকারী শিক্ষকদের নাম প্রকাশ

জনপদ ডেস্ক: চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বাংলা প্রথম পত্রের বিতর্কিত ‘সৃজনশীল’ প্রশ্নপত্রটি যারা তৈরি ও পুনঃমূল্যায়ন করেছেন, সেই শিক্ষকদের নাম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে জানান, বিতর্কিত ওই প্রশ্নপত্রটি তৈরি এবং পুনঃমূল্যায়ন করেছেন যে পাঁচজন শিক্ষক, তারা সবাই যশোর বোর্ডের।

গত রবিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে থাকা একটি অনুচ্ছেদ (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।

প্রশ্নপত্রে থাকা অনুচ্ছেদটি ছিল এরকম- “নেপাল ও গোপাল দুই ভাই। জমি নিয়ে বিরোধ তাদের দীর্ঘদিন। শেষমেষ ভাইকে শাস্তি দিতে আবদুল নামের এক মুসলমানের কাছে তার ভাগের জমি বেঁচে দেয় নেপাল। আবদুল সেখানে বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ঈদুল আজহার সময় সে নেপালের বাড়ির সামনে গরু কুরবানি দেয়। এই ঘটনায় নেপালের মন ভেঙে যায়। কিছুদিন পর কাউকে কিছু না বলে সপরিবারে ভারতে চলে যায় সে।”

প্রশ্নটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য স্তরে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button