আবহাওয়াটপ স্টোরিজসারাবাংলা

শীতের আগমনী বার্তা

জনপদ ডেস্কঃ শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। ভৌগোলিক বৈশিষ্ট্য উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে ও ঋতু বৈচিত্র্যের কারণে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির পর বইছে হিমেল হাওয়া, সঙ্গে শুরু হয়েছে কুয়াশার লুকোচুরি খেলা।

এদিকে ঋতুর এমন পরিবর্তনের কারণে ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে দেশের উত্তরের এই জনপদের বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, শীতের জন্য তাদের গরম কাপড় পরে বের হতে হচ্ছে।

শনিবার (১৫ অক্টোবর) ভোরে দেখা যায়, কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে এখানকার সড়ক, পথঘাট। তাই দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন।

ভৌগোলিক বৈশিষ্ট্য ও ঋতু বৈচিত্র্যের কারণে পঞ্চগড়ে আগাম শীতের এ পূর্বাভাস বলছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।

তিনি আরও বলেন, ভোর রাতের দিকে ঘন কুয়াশা থাকার কারণে শীত অনুভূত হচ্ছে। যে কারণে এটাকে শীতের আগাম পূর্বাভাস বলা চলে। পরবর্তী সময়ে শীতের তীব্রতা আরও বেড়ে যেতে পারে।

চলতি অক্টোবরের শেষের দিকে শীত নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button