রাজনীতি

ভারতের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপদ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারত থেকে তেল কিনতে পারে বাংলাদেশ। তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা নেই। তবে, জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী জানান, অন্য কোনো দেশের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, নতুন করে মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতে একটি বাণিজ্যিক ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। সফরে তিনি কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এ ছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর ভারত সফরে তার সঙ্গে থাকবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ভারত সফর করেন ২০১৯ সালের অক্টোবরে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button