রাজনীতি

দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই : শাজাহান খান

জনপদ ডেস্ক: দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে, সরকার শুধু নিয়মিত দায়িত্ব পালন করে সহযোগিতা করবে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরে প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি’র বর্তমান আন্দোলন নিয়ে শাজাহান খান বলেন, জনগণ নিয়ে আন্দোলন করলে ভাল। প্রধানমন্ত্রী বলেছেন, কোন নাশকতা না করলে কিংবা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না করে আন্দোলন করলে কাউকে গ্রেপ্তার করা হবে না। পুলিশের উপর আক্রমণ করা হলে পুলিশ আত্মরক্ষার্থে অ্যাকশনে যাবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, পুলিশ জনগণের, সরকারের না। প্রধানমন্ত্রী বলার পরেও যদি বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস ও নাশকতা করেন তাহলে পুলিশ দেশ ও জনগণকে রক্ষা করবে।

শাজাহান খান আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে আগামী নির্বাচন বানচাল করতে চায়।তারা বার বার বলছে নির্বাচন হতে দিবে না। বিএনপি এমন চেষ্টা করেছিল ২০১৪ ও ২০১৮ সালে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, পারেনি। এবারো একই কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দিবে না।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতারসহ অনেকেই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button