রাজনীতি

বিএনপি একটি বর্বর ও অসভ্য দল: কৃষিমন্ত্রী

জনপদ ডেস্ক: ‘বিএনপি একটি বর্বর ও অসভ্য দল’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত সোনারগাঁ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য ১৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। বিএনপি শত শত কোটি টাকা এদেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এখনো ক্ষমতায় আসার জন্য ২০১৩ সালের পুনরাবৃত্তি করতে চাচ্ছে। দেশকে আবারো অস্থিতিশীল করতে চাইলে আমরা আওয়ামী লীগের কর্মীরা তা প্রতিহত করব।’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দেবেন। আপনারা অবৈধভাবে ক্ষমতার আসার চেষ্টা না করে জনগণের ভোটের মাধ্যমে আসার চেষ্টা করুন।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করি। আমরা জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর এক ডাকে দেশ স্বাধীন করেছিলাম। আজ সোনারগাঁয়ের সম্মেলনের এসে যখন দেখি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন তা দেখে আমার মনটা আনন্দে ভরে যায়। এসব তৃণমূলের নেতাকর্মীই আওয়ামী লীগের খুঁটি।’

মন্ত্রী বলেন, ‘আমরা ২০০৮ সালে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছিলাম যখন দেশের অবস্থা খুব খারাপ ছিল। আমরা তখন বলেছিলাম এই দেশকে বিদ্যুৎ খাতে সফলতা এনে দেব, এদেশের জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব, বেকারত্ব দূর করব। মাননীয় প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘বিএনপির আমলে সার নিয়ে কৃষকরা আন্দোলন করেছিল। বিএনপি তখন তাদের সার দিতে না পেরে তাদের বুকে গুলি চালিয়েছিল। এই বুলেটের জবাব আপনারা ২০০৮ সালের নির্বাচনে দিয়েছিলেন। বর্তমান সরকারের আমলে সারের কোনো অভাব হয়নি, ডিলারের পেছনে দৌঁড়ানো লাগেনি। এগুলো সবই শেখ হাসিনার অবদানে হয়েছে। আমরা গতবছর সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তকি দেই। এ বছর আরো বেশি ভর্তুকি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কথা চিন্তা করে এসব করছেন। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি। আরো উন্নয়ন কাজ চলমান। এই উন্নয়ন কাজ আরো গতিশীল রাখতে হলে আপনারা আমাদের আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button