রাজনীতিরাজশাহীসারাবাংলা

সান্তাহারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, আদমদিঘী (বগুড়া): বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি’র উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সান্তাহার পৌর বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

বেলা ১১ টায় সান্তাহার পৌর যুবদল কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপি’র কার্য্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনে ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহাফুজুল হক টিকন, পৌর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, গুড্ডু এহসান, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান লিটন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক হাসিনা মুমতডজ মুক্তা, মহিলা নেত্রী বাবলী আক্তার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক আবদুল মান্নান, কৃষক দলের নেতা আকবর আলী মিঠু, সাইফুল ইসলাম খোকন, পৌর মৎসজীবি দলের সভাপতি লোকমান, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনিসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সান্তাহার পৌর বিএনপি’র উদ্যোগে ৪৪ পাউন্ডের একটি বিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button