আবহাওয়াঢাকাসারাবাংলা

রাজধানীতে এক পশলা বৃষ্টি

জনপদ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারা দেশে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমও হয়ে উঠেছিল অসহনীয়। এ অবস্থায় সোমবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীতে নামে এক পশলা বৃষ্টি। এতে নগরবাসীর জীবনে নেমে আসে স্বস্তি।

বিকেল ৩টার পর রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, মগবাজার, মৌচাক এসব জায়গায় ঝুম বৃষ্টি শুরু হয়। আকাশও মেঘলা হয়ে আছে। ফলে গরমের ভ্যাপসা ভাব কেটে বইছে স্বস্তির বাতাস।

এর আগে সকালেই আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিন দিন বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, ভারতের ছত্তিশগড়ে অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে উত্তর মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, স্থূল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় সোমবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

সারাদিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর ফলে চলমান মৃদু তাপ বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২২ আগস্ট) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং মঙ্গলবার (২৩ আগস্ট) সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button