অর্থনীতিজাতীয়

কাতার থেকে ইউরিয়া সংগ্রহ করবে সরকার

জনপদ ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতারের মুনতাজাত থেকে ৬ দশমিক ৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার কেনার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

আজ বুধবার (১৫ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ’র ১৪তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস করপোরেশন (বিসিআইসি) আগামী অর্থবছরের জি টু জি চুক্তির মাধ্যমে কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোক্যামিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মুনতাজাতের কাছ থেকে এই পরিমাণ সার সংগ্রহ করবে। এই সার বিভিন্ন লটের আওতায় আনা হবে।’

সূত্র : বাসস

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button