রাজনীতি

‘কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে’: জিএম কাদের

জনপদ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) (এমপি) বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের সামনে প্রশাসন বা সংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়ে। তাই কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে।

আজ শনিবার (২১ মে) দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন সুলতানা তুলির নেতৃত্বে একদল নারী উদ্যোক্তা জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় উদ্যোক্তা নারীদের স্বাগত জানিয়ে দেয়া বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ইতোমধ্যেই সরকার প্রধান ঘোষণা করেছেন যে, আগামী জাতীয় নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সবগুলো আসনে ইভিএমে ভোট গ্রহণ না করলেও, যেসব আসনে সরকার দলীয় প্রার্থীরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করতে পারবে না সেখানে হয়ত ইভিএমে ভোট গ্রহণ চলবে।

তিনি বলেন, জাতীয় পার্টি প্রহসনের নির্বাচন চায় না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকা হলে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সংলাপে অংশ নেবো।

আওয়ামী লীগ ও বিএনপি দেশে উপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, উপনিবেশিক আমলে মানুষকে শোষণ করতে প্রশাসক নিয়োগ দেয়া হতো। প্রশাসকদের জবাবদিহিতা থাকতো শুধু সরকারের কাছে, কারণ, সাধারণ মানুষের কাছে প্রশাসকদের কোনো জবাবদিহিতা থাকে না। বর্তমানে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সব ক্ষেত্রে প্রসাশক নিয়োগ দেয়া হয়েছে, রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব নেই। তাই দেশের জনগণের কাছে কারো জবাবদিহিতা নেই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button