Breaking Newsখুলনাসারাবাংলা

পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক

জনপদ ডেস্কঃ চুয়াডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে বন্ধের পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২১ মে) বেলা ১১টার দিকে ভেঙে পড়া গাছ অপসারণ করলে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, আলমডাঙ্গায় আজ শনিবার ভোরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ উপড়ে পড়ে। তখন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল।

তিনি বলেন, ওই সময় আলমডাঙ্গা স্টেশনে নকশিকাঁথা এক্সপ্রেস ও কিছু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে ছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস।

ভেঙে পড়া গাছ অপসারণ করলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান স্টেশন মাস্টার নাজমুল হুসাইন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button