রাজনীতি

মেয়েরা শিক্ষিত হলেই দেশ উন্নত হবে : প্রাণিসম্পদমন্ত্রী

জনপদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় শুক্রবার স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি করা সম্ভব নয়। একটি দেশের মেয়েরা যত বেশি শিক্ষিত হবে সে দেশ তত উন্নত হবে।

শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। দেশের প্রতিটি সন্তান যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করছে। উপবৃত্তি প্রদান করছে, শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি দেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করছে।

কলেজ মিলনায়তনে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইউএনও মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এ ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মো. আব্দুস সালাম, প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান খান। এর পূর্বে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে প্রণোদনা স্বরূপ গরুর বাছুর বিতরণ করেন।

এ সময় ইউএনও মো. মোশারেফ হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. আনিছুর রহমান, ইলিশ উন্নয়ন প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (বিপিএম), পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button