Breaking Newsটপ স্টোরিজরাজশাহী

আগামীকাল থেকে বাজারে আসছে রাজশাহীর আম

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রসাসনের সভাকক্ষে এক সংবাদ সম্মলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত জেল প্রসাশক শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল ১৩ মে থেকে শুরু হয়ে আম নামানো মৌসুম চলবে ২০ আগষ্ট পর্যন্ত।

এছাড়া সময়ের আগেই আম পাকাতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আবহাওয়ার তারতম্যের কারণে কোথাও নির্ধারিত সময়ের আগে গাছে আম পাকলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানিয়ে চাষিরা আম পাড়তে পারবেন।

মূলত আগামী ১৩ মে থেকে তিনধাপে পর্যায়ক্রমে ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষনভোগ/লকনা, ২৫ মে রানীপছন্দ, ২৮ মে হিমসাগর/খিরসাপাত, ০৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি এবং ২০ আগস্ট ইলামতি আম
গাছ থেকে নামাতে পাড়বেন আম চাষিরা।

এ সময় সংবাদ সম্মলনে জেলা প্রসানের উর্ধতন কর্মকর্তা ছাড়াও কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহীতে এ বছর ১৮ হাজার হেক্টর জমিতে থাকা বাগান থেকে দুই লাখ ১৪ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button