Breaking Newsস্বাস্থ্য ও চিকিৎসা

সারাবিশ্বে করোনায় দেড় হাজার মৃত্যু

জনপদ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ৬ লাখের নিচে।

আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮২ হাজার ৬২ জনের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২২৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৬ জন এবং শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৪৮৭ জন। ইতালিতে আক্রান্ত ৪২ হাজার ২৪৯ জন এবং মৃত ১১৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১০২ জন এবং মৃত্যু ৯৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪৩ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ২৯ জন। ফ্রান্সে মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৪০ হাজার ২৯৯ জন। ব্রাজিলে মৃত ১২১ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৩৯৮ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৫১ জন এবং আক্রান্ত ৫৭ হাজার ৮৮ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button