Breaking Newsআন্তর্জাতিক

শ্রীলঙ্কাজুড়ে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কাব্যাপী বিক্ষোভ তীব্রতর। এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সোমবার পদত্যাগ করেছেন। তার এই পদক্ষেপ সম্ভবত সংকটাপন্ন দেশটিতে একটি নতুন মন্ত্রিসভার পথকে প্রশস্ত করবে।

এদিকে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ সোমবার দেশব্যাপী কারফিউ জারি করেছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে প্রধানমন্ত্রী রাজা পাকসে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসেবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য একটি বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button