Breaking Newsআন্তর্জাতিক

বিক্ষোভের মুখে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

সোমবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

গত শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। প্রেসিডেন্ট গোটাবায়া প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই।

গত এপ্রিল থেকে শ্রীলংকায় অর্থনৈতিক সংকট শুরু হয়। বৈদেশিক ঋণে জর্জরিত দেশটি নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। এরপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের দাবি জোরদার হয়।

অর্থনীতিবিদরা জানিয়েছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে।

আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার (প্রায় ৫২,৪০০ কোটি টাকা) ব্যয় করার কথা ছিল শ্রীলংকার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button