আইন ও আদালতটপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

দুর্গাপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে চারজন

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে এমপির সহকারীর দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইউপি চেয়ারম্যান আজহার আলী সহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার (৩ এপ্রিল) রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আসামী পক্ষের আইনজীবীদের করা জামিন আবেদনে সন্তুষ্ট না হয়ে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দুর্গাপুর থানায় দায়ের হওয়া এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামীরা।

এই মামলার আসামীরা হলেন, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক কহিদুল ইসলাম, পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু এমদাদুল হক ও স্থানীয় ব্যবসায়ী মাহাবুর রহমান লাল্টু।

জানা গেছে, দুর্গাপুর উপজেলার পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে স্থানীয় সংসদ (রাজশাহী ৫) প্রফেসর ডা. মো. মনসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অশালীন মন্তব্য করেন আসামীরা। এর প্রেক্ষিতে সাংসদ ডা. মনসুর রহমানের ব্যাক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে, ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৩০ জানুয়ারি দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর আসামীরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় গত ৩১ মার্চ নিন্ম আদালতে আত্মসমর্পণের দিন ধার্য থাকলেও আসামীরা এদিন আদালতে হাজির হননি। রোববার আদালতে হাজির হয়ে আসামীরা আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালতের বিজ্ঞ বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল বাহার জামিন আবেদন খারিজ করে দিয়ে পিডব্লিউ মুলে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন এ্যাড. সবুর খান। রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুল ওয়াহাব জেমস ও এ্যাড. আহসান হাবীব রঞ্জু। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. জালাল উদ্দীন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button