রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নোটিশ না দিয়ে উচ্ছেদের প্রতিবাদে নাচোলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নোটিশ না দিয়ে প্রশাসন কর্তৃক দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার কসবা হাটখোলা বাজারের ক্ষুদ্র ব্যবাসায়ীদের ব্যানারে এ মানববন্ধর অনুষ্টিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন উচ্ছেদকৃত চা দোকানী আনারুল ইসলাম, সাইফুদ্দিন, তৈমুর রহমান, মো: মাসুদ রানাসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, আমরা গত ৩০ বছর থেকে এ হাটখোলা বাজারের খাঁস জমিতে দোকান করে সংসার চালিয়ে আসছি।

কিন্তু গত ২৬ মার্চ স্থানীয় গ্রাম পুলিশ আমাদেরকে মৌখিকভাবে জানান এ দোকান উচ্ছেদ করা হবে। পরে কোন প্রকার সরকারি নোটিশ না দিয়ে আমাদের দোকানঘর ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হলে অন্য যায়গায় পূনরবাসন করতে হবে। না হয় আমরা না খেয়ে মারা যাব। এতে ওই বাজারের সব ক্ষুদ্র ব্যবাসায়ীরা উপস্থিত ছিলেন ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button