আন্তর্জাতিক

অবস্থা বুঝে ব্যবস্থা: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দুটি শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা অপেক্ষা করছি, রাশিয়ার পরবর্তী পদক্ষেপ দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহ।

বাইডেন বলেন, আমরা দেখব, তারা রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানো নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বজায় রাখছে কিনা।

তবে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কার্যকর রাখবে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য চলমান সামরিক সহায়তা বজায় রাখা হবে বলে জানান বাইডেন।

এদিকে তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া।

ইউক্রেনের সংবাদমাধ্যম আরটি জানায়, রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button