আন্তর্জাতিক

পুতিন ক্ষমতায় থাকতে ইউরোপে শান্তি মিলবে না: সাবেক ন্যাটো কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভের আশপাশে সামরিক অভিযান উল্লেখযোগ্যহারে কমাতে রাজি হয়েছে রাশিয়া। তবে অধিকাংশ ব্যক্তির মতো রাশিয়ার এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপে নিয়োজিত ন্যাটোর সাবেক ডেপুটি সুপ্রিম কমান্ডার স্যার রিচার্ড শিরেফ।

ন্যাটোর সাবেক এই কমান্ডারের মতে, এই ঘোষণা নিশ্চিতভাবে বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার সেনাদের অগ্রসরের ব্যর্থতার স্বীকৃতি এবং একইসঙ্গে অন্য এলাকায় মনোনিবেশ করার লক্ষণ।

ন্যাটো কমান্ডারের কথার অর্থ— রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসরে ব্যর্থ হয়ে অন্যদিক দিয়ে সংঘবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আক্রমণ কমানোর ঘোষণা, রাশিয়ার প্রতারণার রূপ হতে পারে সন্দেহ প্রকাশ করে ন্যাটোর সাবেক শীর্ষ এই কর্মকর্তা বলেন, রাশিয়ায় পুতিন ক্ষমতায় থাকতে ইউরোপে শান্তি মিলবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ‘রক্তেরদাগযুক্ত স্বৈরাচার’ হিসেবে অভিহিত করেন।

সাবেক ন্যাটো কমান্ডার স্যার রিচার্ড শিরেফ ন্যাটোকে পরামর্শ দেন, রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধের মধ্যে থাকতে হবে, উত্তপ্ত যুদ্ধে যাওয়া যাবে না।

তিনি বলেন, আগামীতে কোনো আগ্রাসন প্রতিহত করতে হলে ন্যাটোকে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখিনি।

সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button