জাতীয়

ড. সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

জনপদ ডেস্ক: প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুনকে তার অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

ড. সনজীদা খাতুন স্বাস্থ্য-সংক্রান্ত কারণে গত বছরের ২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অংশ নিতে না পারায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে হাইকমিশনার এ পুরস্কার হস্তান্তর করেন।

ড. সনজীদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬০ সালের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তার তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ড. সনজীদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button