বরিশালসারাবাংলা

বরিশালে অগ্নিপ্রতিরোধক নৌমহড়া

জনপদ ডেস্ক: বরিশালে অগ্নিপ্রতিরোধ ও উদ্ধার বিষয়ক নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল লঞ্চ টার্মিনালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিআইডব্লিউটিএ যৌথ আয়োজনে এই মহড়া দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপপরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোঃ বেল্লাল উদ্দিন, নৌ পুলিশ বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত উজ্জামান প্রমুখ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ বেল্লাল উদ্দিন জানান, নৌযান ও জননিরাপত্তা, যাত্রী সাধারণের নৌপথে চলাচল, যাত্রী ও নৌযান কর্তৃপক্ষকে সচেতন করা, অগ্নিকান্ড ঘটনা মোকাবেলা করে নির্দিষ্ট স্থানে যাত্রীদের পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নৌমহড়া আয়োজন করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button