আন্তর্জাতিক

ইউক্রেন সংকট: বাইডেন-শি জিনপিং ফোনালাপ কিছুক্ষণ পর

জনপদ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিষয়ে আজই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সময় সকাল সাড়ে নয়টায় চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনা করবেন বাইডেন। এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

টেলিফোন আলাপের পর চীনের সাথে রুশ আগ্রাসন বন্ধে আলোচনা অব্যাহত রাখতে চায় হোয়াইট হাউজ এমনটাই জানিয়েছে সিএনএন।
এদিকে ফোনালাপে জার্মান চ্যান্সেলর শলৎজকে পুতিন জানালেন, শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিয়েভ। তবে পুতিনের দাবি, রাশিয়া এখনও সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিয়েভ সব উপায়ে সমঝোতা আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছে। তারা একের পর এক অবাস্তব প্রস্তাব করে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তারপরও রাশিয়ার দিক থেকে সমস্যার সমাধানে সব রকম চেষ্টা করা হচ্ছে।’

সূত্র: সিএনএন

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button