অপরাধসারাবাংলা

ঠাকুরগাঁওয়ে নতুন জাতের মাদক উদ্ধার, আটক ১

জনপদ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ক্রাটমেট নামে একটি নতুন জাতের মাদক উদ্ধার করা হয়েছে। আজ ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাস্ক ফোর্স অভিযান চালিয় সদরের বালিয়া গ্রাম থেকে এগুলো উদ্ধার করে। এ সময় শামিম (৪৪) ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম। আটক শামিম ওই গ্রামের মজির উদ্দীন সরকারের ছেলে।

ক্রাটম গাছের পাতা দেখতে অনেকটা কদম গাছের পাতার মতো। ক্র্যাটম দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য অ্যানালজেসিক হিসেবেও বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে মাদক হিসেবেও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং কিছু ইউরোপীয় দেশ সহ অনেক দেশেই ক্রাটম খাওয়া বা পান করার উদ্দেশ্যে বাজারজাত করা নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে এনে গত কয়েক বছর আগে নেশা জাতীয় উদ্ভিদ ক্রাটমের বীজ বোপন করে শামিম এবং স্থানীয় কয়েকজন এটি সেবনও করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১৫টি গাছ জব্দ করেছি। সেই সাথে শামিমকে আটক করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button