খেলাধুলা

শততম টেস্টে ৮ হাজার রানের মাইলফলকে কোহলি

জনপদ ডেস্ক: শততম টেস্টের প্রথম ইনিংসে শতক হাঁকাতে পারেননি, ৭৬ বলে ৪৫ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। তবুও ছুঁয়েছেন একটা মাইলফলক, টেস্ট ক্যারিয়ারে এখন তার রান সংখ্যা ৮০০৭।

কদিন আগেই সাউথ আফ্রিকা সিরিজ শেষ করে টি-টোয়েন্টি আর ওয়ানডের পর সাদা পোশাকের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট। অনেক দিন ধরেই কোনো ফরম্যাটেই পাচ্ছেন না শতকের দেখা। তবুও এখনো ভারতীয় এই ব্যাটারের টেস্ট গড় ৫০.৩৫। এই ফর‌ম্যারট তার সেঞ্চুরির সংখ্যা সাতাশ। ২০২১ সালে ছন্দ পতন ঘটলেও চলতি বছর আবার ফর্মে বিরাট। এখন পর্যন্ত তার গড় ৫০-এর বেশি।

ওয়ানডেতেও দারুণ বিরাট। এই ফরম্যাটে তিনি বারো হাজারের বেশি রান করেছেন। গড় ৫৮-এর বেশি। সেঞ্চুরি সংখ্যা ৪৩। টি-টোয়িন্টিতেও প্রায় ৫২ গড়ে ৩২শ’র বেশি রান করেছেন।
সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারেই প্রায় ২৪ হাজার রান করা বিরাট এখনও ছুটছেন। তার বর্তমান গুরু রাহুল দ্রাবিড় বলছেন, তার বিশ্বাস ক্যারিয়ারের ইতি টানার আগে আরও একশ’ টেস্ট খেলবেন দুর্দান্ত বিরাট কোহলি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button