সারাবাংলা

গৃহবধূ ও যুবককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ

জনপদ ডেস্ক: গলাচিপার চরহরিদেবপুর গ্রামে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগে এক গৃহবধূ ও যুবককে ছয় ঘণ্টা রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর বিরুদ্ধে। সংরক্ষিত ও সাধারণ আসনের ইউপি সদস্যদের উপস্থিতিতে এলাকাবাসী অভিযুক্তদের হাত রশি দিয়ে বেঁধে রাখে।

গত মঙ্গলবার দিবাগত রাতে গজালিয়া ইউপির চরহরিদেবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে বুধবার সকালে তাদের বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর পরেই ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে তাদের উদ্ধার করে বুধবার আইনানুগ ব্যবস্থাপূর্বক আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম।
সরেজমিন চরহরিদেবপুর গ্রামে ও ফেসবুকের ভিডিও সূত্রে জানা গেছে, গজালিয়ার চরহরিদেবপুর গ্রামের খালেক মৃধার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার পরে অনৈতিক সম্পর্কের অভিযোগে গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের যুবক ও একই ইউনিয়নের গৃহবধূকে আটক করে স্থানীয়রা। পরে তাদের ঘরে ঢুকিয়ে দুজনকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সকাল হলেও বাড়ির উঠানে প্রকাশ্যে তাদের বেঁধে রাখা হয়।

অভিযুক্ত যুবকের বড় বোন সাজেদা বেগম বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিভিন্ন মানুষের কাছে শুনতে পাই ১, ২ ও ৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা বেগমের নির্দেশে দুজনকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

এ বিয়য়ে গজালিয়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মাৎ জুলেখা বেগম বলেন, ‘আমি ওই ঘটনার খবর পেয়ে রাত দুইটার পর গৃহবধূর বাড়ি যাই। গিয়ে দেখি কে বা কারা যেন গৃহবধূ ও যুবককে ঘরের মধ্যে হাতে রশি দিয়ে বেঁধে রেখেছে। আমি সারা রাত ওখানেই ছিলাম। সকালে মানুষ জড়ো হলে তাদের উঠানে নামানো হয়। এসময় গৃহবধূর হাতের রশি আমি ঢিলা করে দেই। ঘটনাটি স্থানীয় এক যুবক ফেসবুকে লাইভ ভিডিও প্রচার করে। আমার কাছে পুলিশের নম্বর না থাকায় তাদের খবরটা জানাতে পারিনি।’

ঘটনা সম্পর্কে গজালিয়া ইউপির ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের অপর সদস্য মোসাম্মাৎ এলাচি বেগম বলেন, ‘রাতে আমাকে মেম্বার জুলেখা আপা খবর দেয়। আমি সকালে ঘটনাস্থলে আসলে ওই গৃহবধূকে বাঁধা অবস্থায় দেখি। এর মধ্যে পুলিশ এসে তাদের নিয়ে যায়।’

গজালিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিটন বিশ্বাস বলেন, ‘আমি খবর শুনে ফজরের নামাজের পর ঘটনাস্থলে যাই। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছি। এজন্য প্রথমদিকে পুলিশকে জানাই নাই।’

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমদের উদ্ধার করি। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ওই গৃহবধূ এখন পর্যন্ত কারো বিরুদ্ধে থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরেও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button