আন্তর্জাতিক

ইউক্রেনের ২৮৭০ সেনা নিহতের  দাবি করেছে রাশিয়া

জনপদ ডেস্ক: চলমান সামরিক অভিযানে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া । আহত হয়েছেন ৩ হাজার ৭০০ সেনা। তবে কিয়েভের দাবি করেছে, তারা ৯ হাজার রুশ সেনাকে হত্যা । ইউক্রেন অবশ্য তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনো হিসাব প্রকাশ করেনি।

কিয়েভের পাল্টা প্রতিরোধে রুশ সেনাদের হতাহতের সংখ্যা কম নয়। এরইমধ্যে নিজেদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য প্রকাছ করেছে রাশিয়া। দেশটির দাবি, ইউক্রেনের হামলায় এখন পর্যন্ত ৪৯৮ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। তবে কিয়েভের দাবি, তাদের হামলায় প্রায় ৯ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির একের পর এক শহর দখল করে চলেছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন সরকারি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে পুতিন বাহিনী। তবে এতে রাশিয়ার ক্ষয়ক্ষতিও কম নয়।

ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত কতজন রুশ সেনা হতাহত হয়েছেন, প্রথমবারের মতো তার হিসাব প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ইউক্রেন অভিযানে ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। একই সঙ্গে ইউক্রেনের দুই শতাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ইউক্রেনের ১ হাজার ৬১২টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আমরা। এ ছাড়া ইউক্রেনীয় সেনাদের ৬২টি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি আমরা। এ ছাড়া ৫২টি রাডার স্টেশন, ৪৯টি বিমান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সেনারা অভিযান অব্যাহত রেখেছে।

এতদিন ইউক্রেন অভিযানে রুশ সেনাদের হতাহত হওয়ার কথা মস্কো স্বীকার করে নিলেও তারা সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। এ প্রথম রুশ সেনাদের হতাহত হওয়ার সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করলো মস্কো।

তবে ইউক্রেনের স্বাস্থ্য বিভাগের তথ্য, রুশ হামলায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। চলমান যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ১০ লাখের বেশি মানুষ। এরমধ্য পোল্যান্ডে ৫ লাখ, স্লোভাকিয়ায় ৭২ হাজার, হাঙ্গেরিতে ১ লাখ ১৬ এবং রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন ৫১ হাজার মানুষ। প্রতিদিনই সীমান্তে ভিড় করছেন হাজার হাজার মানুষ। খাবার ও বাসস্থানের অভাবে চরম মানবেতর দিন পার করছেন তারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button