সারাবাংলা

লেখাপড়া করে আগে নিজের ক্যারিয়ার গড়

জনপদ ডেস্ক:, লেখাপড়া করে আগে নিজের ক্যারিয়ার গড়, সমাজকে আলোয় আলোকিত কর বলেছেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ । এরপর স্মার্ট ফোন ব্যবহার করো। বাল্য বিবাহ, মাদকের মত সামাজিক সমস্যাগুলোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে শেরপুরের নকলায় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলে। তিনি আরো বলেন, আগে পড়ালেখা। তার পরে স্মার্ট ফোন।ফোনের উপকারিতা যেমন তার অপকারিতাও তেমন। সমাজে আলো ছড়াতে হলে স্মার্ট ফোন ছাড়তে হবে। তাহলেই আলোকিত মানুষ হবে।

নবীন বরণ অনুষ্ঠানে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহামেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ও জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন। নবীন বরণ শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন ডিসি।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button