সারাবাংলা

আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরে আদমদিঘী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্বোধনী ক্লাসে বরণ করে নেওয়া হয়েছে।

আজ বুধবার (২ মার্চ) রোজ বুধবার সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। ভর্তিকৃত ছাত্রীদের ক্লাস শুরু করেন। নতুন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান।

কলেজ শাখার বাংলা সাহিত্যের প্রভাষক অনিত চন্দ্র পালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি সিনিয়র সহকারী শিক্ষক পারভীন আক্তার, শিক্ষক প্রতিনিধি জনাব সাব্বির হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক জনাব জসিম উদ্দিন, সহকারী শিক্ষক জুলেখা পারভীন, আমেনা আক্তার, সালমা বেগম, আফরোজা আক্তার, কলেজ শাখার পৌরনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব নজরুল ইসলাম রুন্জু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব নূরে আলম, ইংরেজি সাহিত্যের প্রভাষক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি জনাব আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক জনাব জিয়াউর রহমান, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আব্দুস ছালাম তালুকদার। নবীন ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করে ঘুমাইয়া প্রামাণিক জুথি, আম্বিয়া খাতুন রিয়া, জারিন সুবহা মৌ, কুমারী শিখা রাণীসহ আরো অনেকে।

উক্ত ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল শাখার সহকারী শিক্ষক জনাব আব্দুল লতিফ, আল-মামুন সরদার, নিলুফা আক্তার, মোফাজ্জল হোসেন, কলেজ শাখার প্রভাষক নাজমা আক্তার, জনাব রেজাউল করিম, সুলতান মাহামুদ, আমিনুল ইসলাম, প্রাণ কুমার শাহা, নাজমুল হক, আবু বকর সিদ্দিকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলার জনপদ/আবু বকর সিদ্দিক বক্কর

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button