আবহাওয়া

তাপমাত্রা বাড়লেও কমেনি ঠাণ্ডার প্রকোপ

জনপদ ডেস্কঃ কুড়িগ্রামে টানা ৪ দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকলেও কমেনি ঠাণ্ডার প্রকোপ ও মানুষের দুর্ভোগ। গত ৫ দিনে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

স্থানীয় আবহাওয়া অফিস বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ কমেনি।

সূর্য ওঠার পর আলোর মুখ দেখা গেলেও তাপমাত্রা ততটা তীব্র না হওয়ায় ঠাণ্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এ অবস্থায় দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশি কষ্টে পরেছে।

এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুর রশীদ জানান, শতকরা ৫০ ভাগ বোরো রোপণের কাজ চলমান রয়েছে। ঠাণ্ডার কারণে কিছুটা বিলম্বিত হলেও আবহাওয়ার উন্নতি হওয়ায় এখন আর কোনো সমস্যা হবে না।

রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর রহমান জানিয়েছেন, তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে। দুই একদিনের মধ্যে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button